‘দক্ষিণ এশিয়া মেলা আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম’
2024-07-24 18:52:13

জুলাই ২৪: দক্ষিণ এশিয়া মেলা এতদঞ্চলের দেশগুলোর সাথে চীনের আর্থ-বাণিজ্যিক বিনিময়ের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সম্প্রতি কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বেইজিংয়ে, সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে, এ মন্তব্য করেন।

তিনি বলেন, এই মেলা অংশগ্রহণকারী দেশ ও অঞ্চলগুলোর জন্য অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও সাংস্কৃতিক ক্ষেত্রে যোগাযোগ স্থাপন এবং বাস্তব সহযোগিতা গভীরতর করার সুযোগ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, বৈশ্বিক বাণিজ্যে সংরক্ষণবাদ ও বিশ্বায়নবিরোধিতা ক্রমশ বাড়ছে। এ প্রেক্ষাপটে, দক্ষিণ এশিয়া মেলার আয়োজন, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে অবাধ বাণিজ্যকে এগিয়ে নিতে চীনের সদিচ্ছার বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, ছয় দিনব্যাপী অষ্টম দক্ষিণ এশিয়া মেলা গতকাল (মঙ্গলবার) চীনের ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে শুরু হয়েছে। এবারের মেলায় ৪২টি দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)