গ্রামীণ সড়ক নেটওয়ার্ক নির্মাণে ১.১ ট্রিলিয়ন ইউয়ান ঋণ দিয়েছে চীনের কৃষি উন্নয়ন ব্যাংক
2024-07-24 11:58:47

জুলাই ২৪: ২০০৭ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত চীনের কৃষি উন্নয়ন ব্যাংক গ্রামীণ সড়ক নেটওয়ার্ক নির্মাণে ১.১ ট্রিলিয়ন বিশেষ ঋণ দিয়েছে। এতে বিভিন্ন এলাকায় ৮.৫ লাখ কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ করা হয়েছে।

চীনের কৃষি উন্নয়ন ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তা জানান যে, চলতি বছর থেকে ‘গুণগতমানের গ্রামীণ রাস্তা’ নির্মাণে মোট ৪৭৪০ কোটি ইউয়ান প্রদান করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেশি। এখনও আরো ২৭৯.৮ বিলিয়ন ইউয়ান ঋণ বরাদ্দ করা হয় নি।

জানা গেছে, চীনের বিভিন্ন এলাকার গ্রামীণ রাস্তার মেরামত ও নির্মাণে সুযোগ সুবিধা দিয়েছে চীনের কৃষি উন্নয়ন ব্যাংক। স্থানীয় সরকারের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী গ্রামাঞ্চলের রাস্তা এবং প্রাদেশিক প্রধান রাস্তা বা দ্রুতগতি রাস্তার সঙ্গে সংযুক্ত করতে সহায়তা দিয়েছে ব্যাংকটি। ফলে চীনের বিভিন্ন এলাকার গ্রামীণ রাস্তার মান উন্নয়ন এবং জেলা ও গ্রামের নতুন কাঠামো স্থাপন বেশ কার্যকর প্রমাণিত হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)