খুনমিংয়ে ‘পঞ্চম চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরাম’ শুরু হয়েছে
2024-07-24 10:21:33

জুলাই ২৪: আজ (বুধবার) ‘পঞ্চম চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরাম’ চীনের ইউননান প্রদেশের খুনমিং শহরে শুরু হয়েছে। চীন ও দক্ষিণ এশীয় দেশ থেকে বিভিন্ন মহলের অতিথিরা ‘সহযোগিতার বিষয়ে ঐকমত্য গড়ে তোলা এবং আঞ্চলিক উন্নয়ন প্রচার করা’ প্রতিপাদ্যের আলোকে গভীরভাবে মতবিনিময় করেছেন এবং নানা বিষয়ে একমত হয়েছেন।

ফোরামে অংশগ্রহণকারীরা একমত হন যে, চীন ও দক্ষিণ এশিয়ার বিশাল জনসংখ্যা, বৈচিত্র্যময় সভ্যতা এবং বৈচিত্র্যময় বাস্তুশাস্ত্র ও এ অঞ্চলের উন্নয়ন বিশ্বজুড়ে মানুষের সাধারণ কল্যাণের সঙ্গে জড়িত এবং এটি চীন ও দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতাকে একটি নতুন স্তরে উন্নীত করবে।

ফোরামে ইউননান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইইয়ান এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিশেষ দূত দেং সিচুনন আলাদাভাবে বক্তব্য দেন। তা ছাড়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও ভুটানের সরকারি কর্মকর্তারাও বক্তৃতা করেন।

জিনিয়া/তৌহিদ/স্বর্ণা