নুবিয়া টেক বাজারে আনলো ২টি নতুর এআই- হ্যান্ডসেট
2024-07-24 19:40:10

চীনা স্মার্টফোন নির্মাতা নুবিয়া টেকনোলজি দুটি নতুন এআই স্মার্টফোন বাজারে এনেছে। কোম্পানির লক্ষ্য প্রতিযোগিতার এই বাজারে নিজেদের একটি বড় জায়গা করে নেওয়া।

নুবিয়ার সর্বাধুনিক ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট জেড ৬০ আল্ট্রা লিডিং ভার্সনে  বড় মডেলের এআই  যুক্ত করা হয়েছে যেখানে থাকছে সর্বাধুনিক ফটোগ্রাফি ক্ষমতাসহ ফোন কলের দ্বিমুখী রিয়েল-টাইম ব্যাখ্যা এবং বুদ্ধিমান ভয়েস এসিসটেন্ট ফিচারও রাখা হয়েছে।

 

নুবিয়ার জেড ৬০ প্রো স্মার্টফোনটিতেও ছবি প্রযুক্তির মতো উন্নত এআই বৈশিষ্ট্য রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা বলেছেন যে আগামী দুই বা তিন বছর ইলেকট্রনিক ডিভাইসগুলিতে এআই প্রযুক্তির ব্যবহারকে আরও শক্তিশালী করতে হবে।

গ্লোবাল মার্কেট কনসালটেন্সি আর্ন্তজাতিক ডাটা কর্পোরেশনের বা আইডিসি মতে চলতি বছরে মোট ১৭০ মিলিয়ন পরবর্তী প্রজন্মের এআই স্মার্টফোন বিশ্বব্যাপী সরবরাহ করা হবে, যা মোট স্মার্টফোনের প্রায় ১৫ শতাংশ যেখানে ২০২৩ সালে  সরবরাহ করা হয়েছিল  প্রায় ৫১ মিলিয়ন।  

পরবর্তী প্রজন্মের এআই স্মার্টফোনের শেয়ার ২০২৭ সালের মধ্যে শুধুমাত্র চীনা বাজারে ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে বলছে আইডিসি।

রাসেল/ফয়সল

তথ্য ও ছবি: চায়না ডেইলি