চীন-মার্কিন সম্পর্ক অন্যতম গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক: ওয়াং ই
2024-07-23 15:25:22

জুলাই ২৩: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো’র সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন-মার্কিন সম্পর্ক হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কগুলোর একটি। তিনি গতকাল (সোমবার) বেইজিংয়ে, মার্কিন-চীন বাণিজ্য জাতীয় কমিশনের পরিচালনা পর্ষদের প্রতিনিধিদলের সাথে সাক্ষাতে, এ মন্তব্য করেন।

ওয়াং ই বলেন, দু’দেশের সহযোগিতা বা দ্বন্দ্ব গোটা মানবজাতির ওপরই ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে। চীন বরাবরই পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, সহযোগিতা ও অভিন্ন কল্যাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট ছিল এবং আছে।

তিনি আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ জোরদার করতে, মতভেদ নিয়ন্ত্রণ করতে, ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইচ্ছুক। পাশাপাশি, নিজের স্বার্থ ও নীতি রক্ষায়ও চীন সচেষ্ট। আশা করা যায়, মার্কিন শিল্প ও বাণিজ্য মহল চীনের সাথে সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যেতে এবং দু’দেশের সম্পর্ক ও জনগণের মৈত্রী উন্নয়নে আরও অবদান রাখবে।

এ সময় মার্কিন প্রতিনিধিরা বলেন, তাঁরা চীনে বিনিয়োগ বাড়াতে আগ্রহী এবং দু’দেশের সম্পর্ক উন্নয়নে আরও বড় ভূমিকা পালন করতে চান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)