মস্কোয় চীন-রাশিয়া বিনিয়োগ সহযোগিতা কমিটির সভা
2024-07-23 19:22:38


জুলাই ২৩: গতকাল (সোমবার) মস্কোয় চীন-রাশিয়া বিনিয়োগ সহযোগিতা কমিটির ১১তম সভা অনুষ্ঠিত হয়।

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও দেশের উপ-প্রধানমন্ত্রী তিং সুয়ে সিয়াং এবং রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী মান্টুরভে সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন।

সভায় তিং সুয়ে সিয়াং বলেন, দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের  কৌশলগত দিকনির্দেশনায়, চীন-রাশিয়া বিনিয়োগ সহযোগিতা ক্রমশ উন্নত থেকে উন্নততর হচ্ছে। এ সহযোগিতা দু’দেশ ও দু’দেশের জনগণের জন্য সত্যিকারের কল্যাণ বয়ে আনছে।

তিনি বলেন, চীন-রাশিয়া বিনিয়োগ সহযোগিতা কমিটির দশম সভার পর, দু’পক্ষ বিনিয়োগ সহযোগিতার শীর্ষ স্তরের কাঠামোকে শক্তিশালী করেছে, স্থিতিশীলভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়নকাজ এগিয়ে নিয়েছে, স্থানীয় সহযোগিতার নতুন হাইলাইট তৈরি করেছে, এবং ধারাবাহিক নতুন ইতিবাচক ফলাফল অর্জন করেছে।

তিনি আরও বলেন, রাশিয়ার সাথে, দু’দেশের শীর্ষনেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগিয়ে, অব্যাহতভাবে দু’পক্ষের বিনিয়োগ সহযোগিতার মান উন্নত করতে এবং পারস্পরিক কল্যাণ ও যৌথ উন্নয়ন বাস্তবায়ন করতে চীন ইচ্ছুক।

এ সময় রুশ উপ-প্রধানমন্ত্রী সিপিসি’র কুড়িতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন সফলভাবে আয়োজিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, অধিবেশনে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ চীনের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য সহায়ক হবে এবং চীন-রাশিয়া সম্পর্কের উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি করবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)