ইউএস-চীন বিজনেস কাউন্সিলের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন ওয়াং ই ও হ্য লি ফেং
2024-07-23 10:50:36

জুলাই ২৩: সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও উপপ্রধানমন্ত্রী হ্য লি ফেং গতকাল (সোমবার) পৃথকভাবে ইউএস-চীন বিজনেস কাউন্সিলের পরিচালনা পরিষদের চেয়ারম্যান রাজেস সুব্রামানিয়ামের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

 

সাক্ষাতে ওয়াং ই বলেন, চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন সবেমাত্র সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ইউএস-চীন বিজনেস কাউন্সিল এবং এর সদস্য কোম্পানিগুলো চীনে তাদের উন্নয়ন অভিজ্ঞতার ভিত্তিতে মার্কিন সরকার, কংগ্রেস এবং জীবনের সব স্তরকে একটি সত্য, ত্রিমাত্রিক ও ব্যাপক চীন সম্পর্কে আরও বেশি প্রচার করবে, আরও বলিষ্ঠ, ইতিবাচক ও যৌক্তিক কণ্ঠস্বরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে চীন সম্পর্কে সঠিক বোঝাপড়া প্রচার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

সাক্ষাতের সময় হ্য লি ফেং বলেন চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন, চীনের অর্থনৈতিক পরিস্থিতি এবং বহির্বিশ্বের কাছে উন্মুক্তকরণ সম্পর্কে পরিচয় করিয়ে দেন। তিনি আশা করেন যে, ইউএস-চীন বিজনেস কাউন্সিল তার প্রভাবকে সম্পূর্ণরূপে কার্যকর করবে, মার্কিন সংস্থাগুলোকে সুযোগ দেবে এবং চীনের সংস্কার আরও গভীরকরণে ও চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণে উত্সাহ দেবে। যাতে পারস্পরিক উপকারী সহযোগিতা আরও গভীর হয় এবং জয়-জয় উন্নয়ন অর্জন করা যায়।

 

জনাব রাজেস এবং অন্যরা বলেন, তাঁরা চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে প্রকাশিত সংস্কার আরও ব্যাপকভাবে গভীর করার চিন্তাকে স্বাগত জানান। মার্কিন ব্যবসায়ী সমাজ চীনে তার প্রচেষ্টাকে আরও গভীর করার বিষয়ে আত্মবিশ্বাসী এবং বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে চায়। ইউএস-চীন বিজনেস কাউন্সিল সক্রিয় ভূমিকা পালন করতে এবং মার্কিন-চীন আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে নতুন ও বড় অবদান রাখতে ইচ্ছুক।

(রুবি/তৌহিদ/প্রেমা)