যুক্তরাষ্ট্র তাইওয়ানের বাসিন্দাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে: বেইজিং
2024-07-23 17:48:22

জুলাই ২৩: যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষার অজুহাতে, চীনের এই প্রদেশে অস্ত্র রফতানি করছে। আর এর মাধ্যমে, ওয়াশিংটন আসলে তাইওয়ানের বাসিন্দাদের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, তাইওয়ান হলো চীনের তাইওয়ান; এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অজুহাত হতে পারে না।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনৈক মুখপাত্র বলেন, তাইওয়ান যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে, যা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট শিল্পের জন্য কল্যাণকর। যুক্তরাষ্ট্র এ ক্ষেত্রে কোনো দান-খয়রাত করছে না। (ছাই/আলিম/ওয়াং হাইমান)