ডিজিটাল এক্সপোতে ডিজিটাল অর্থনীতির উচ্চ-মানের উপর গুরুত্ব
2024-07-23 10:51:10

জুলাই ২৩: ২০২৪ সালের চায়না ইন্টারন্যাশনাল বিগ ডেটা ইন্ডাস্ট্রি এক্সপো আগামী ২৮ থেকে ৩০ পর্যন্ত কুইচৌ প্রদেশের কুই ইয়াং শহরে অনুষ্ঠিত হবে। যার প্রতিপাদ্য "ডিজিটাল ও মেধার সমন্বিত সহাবস্থান: ডিজিটাল অর্থনীতির উচ্চ মানের নতুন ভবিষ্যত সৃষ্টি করা।

চীনের পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক লিউ লিয়ে হোং গতকাল (সোমবার) রাষ্ট্রীয় পরিষদ আয়োজিত ‘উচ্চ মানের উন্নয়ন প্রচার’ থিমে প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত তথ্য জানিয়েছেন।

লিউ লিয়ে হোং বলেন, ‘আমরা আশা করি, এই এক্সপো আয়োজনের মাধ্যমে ডিজিটাল অর্থনীতির উচ্চ-মানের উন্নয়ন আরও গতিশীল করা যায়। ডেটার সম্ভাবনা সম্পূর্ণরূপে উন্মোচন করা এবং একটি ডিজিটাল চীন গঠনে সহায়ক হবে।’

 

জানা গেছে, এই ডিজিটাল এক্সপো ডিজিটাল শিল্প, ডিজিটাল-রিয়েল ইন্টিগ্রেশন, ডেটা ট্রেডিং, ডিজিটাল গভর্ন্যান্স, ডিজিটাল অবকাঠামো এবং ডেটা নিরাপত্তাসহ ছটি ভাগে বিভক্ত। দেশি ও বিদেশি ডেটা, শিল্প, কৃষি ও অর্থসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠানগুলো এক্সপোতে অংশগ্রহণ করবে। যা দেশ-বিদেশের সাম্প্রতিক উন্নয়ন প্রবণতা, সর্বশেষ সাফল্য এবং আধুনিক প্রবণতা তুলে ধরবে।

 

(রুবি/তৌহিদ/প্রেমা)