অষ্টম চীন-দক্ষিণ এশিয়া মেলা শুরু
2024-07-23 15:33:02

জুলাই ২৩: ছয় দিনব্যাপী ‘অষ্টম চীন-দক্ষিণ এশিয়া মেলা’ আজ (মঙ্গলবার) চীনের ইউননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে শুরু হয়েছে। ৮২টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা এবং ২ সহস্রাধিক শিল্প-প্রতিষ্ঠান এবারের মেলায় অংশগ্রহণ করছে।

মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে: ‘ঐক্য ও সহযোগিতা: অভিন্ন উন্নয়ন সন্ধান’। মেলায় সবুজ সম্পদ, আধুনিক কৃষি শিল্প, চিকিত্সা ও স্বাস্থ্য, এবং সংস্কৃতি ও পর্যটন শিল্পসংশ্লিষ্ট পণ্যের প্রদর্শনী চলবে। মেলায় প্রদর্শনী হল মোট ১৫টি।

মেলায় কফি শিল্প হলে ১৬০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দক্ষিণ এশিয়ার জন্য দু’টি হল আছে মেলায়। এতে প্রদর্শনীকেন্দ্র থাকছে ৮ শতাধিক। পাকিস্তানের জন্য একটি বিষয়ভিত্তিক জাতীয় প্রদর্শনী এলাকা স্থাপন করা হয়েছে মেলায়।  (ছাই/আলিম/ওয়াং হাইমান)