বেইজিংয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2024-07-22 18:48:10


জুলাই ২২: আজ (সোমবার) বেইজিংয়ে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জামিরের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫২ বছর ধরে দু’দেশ সর্বদা একে অপরকে সম্মান ও সমর্থন করে এসেছে এবং বড় ও ছোট দেশের মধ্যে জয়-জয় সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে। চলতি বছরের জানুয়ারিতে দু’দেশের প্রেসিডেন্টদ্বয় এই মর্মে একমত হন যে, দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা হবে এবং চীন-মালদ্বীপ অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার জন্য দু’দেশ একসাথে কাজ করে যাবে।

ওয়াং ই আরও বলেন, চীন ও মালদ্বীপের সম্পর্ক একটি নতুন ঐতিহাসিক সূচনাবিন্দুতে দাঁড়িয়ে আছে। মালদ্বীপের সাথে পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর করতে, বিভিন্ন পর্যায়ের বন্ধুত্ব ও বিনিময় বাড়াতে, এবং বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চীন ইচ্ছুক।

এ সময় মুসা জামির বলেন, চীন সবসময় মালদ্বীপের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী। চীনে আরও সার্বিকভাবে সংস্কার ও উন্মুক্তকরণ গভীরতর হবে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনা সম্ভব হবে বলে আশা করা যায়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)