চীন এসসিও’র সভাপতিরাষ্ট্রের দায়িত্ব পালন শুরু করেছে: মুখপাত্র
2024-07-22 18:32:54

জুলাই ২২: আস্তানা শীর্ষ সম্মেলনের পর থেকে চীন আনুষ্ঠানিকভাবে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র পালাক্রমিক সভাপতিরাষ্ট্রের দায়িত্ব পালন শুরু করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, নিয়ম অনুযায়ী চীন ২০২৫ সালে এসসিও’র শীর্ষ সম্মেলন আয়োজন করবে।  চীন এর ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। সদস্যদেশগুলোর সাথে রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন।

তিনি আরও বলেন, চীন পালাক্রমিক সভাপতিরাষ্ট্র হবার সুযোগ কাজে লাগিয়, সদস্যদেশগুলোর সাথে ঐক্য ও পারস্পরিক আস্থা, শান্তি ও নিরাপত্তা, সমৃদ্ধি ও উন্নয়ন, এবং সমতা ও ন্যায্যতার ‘এসসিও-র অভিন্ন কল্যাণের সমাজ’ গড়ে তুলতে চায়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)