হংকং শিক্ষার্থীদেরকে সি চিন পিংয়ের চিঠির জবাবের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে শেয়ারিং সেশন হংকংয়ে অনুষ্ঠিত
2024-07-22 11:11:20

জুলাই ২২: হংকং শিক্ষার্থীদেরকে সি চিন পিংয়ের চিঠির জবাবের এক বছর বার্ষিকী উপলক্ষ্যে গতকাল (রোববার) এক শেয়ারিং সেশন হংকংয়ে অনুষ্ঠিত হয়েছে। হংকংয়ের প্রশাসন প্রধান লি চিয়া ছাও, হংকংয়ে কেন্দ্রীয় সরকারের যোগাযোগ পরিচালক ছেং ইয়ান সিয়োং এবং হংকংয়ের প্রধান প্রধান শিক্ষা গ্রুপ ও তরুণ সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা এবং চারশতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবক তাতে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় লি চিয়া ছাও বলেন, গত জুলাই মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং হংকং শিক্ষার্থীদের চিঠি জবাব দিয়েছেন। তাতে হংকং শিক্ষার্থীদের প্রতি তাঁর যত্ন ও উত্সাহ প্রতিফলিত হয়। জবাবি চিঠিতে হংকংয়ের দেশপ্রেমের চেষ্টা নিশ্চিত হয়েছে, যা পুরো হংকংয়ের সব স্কুলের জন্য  উত্সাহব্যঞ্জক।

হংকং বিশেষ প্রশাসনিক সরকার ও শিক্ষা মহল সি চিন পিংয়ের জবাবি চিঠির চেতনা বাস্তবায়ন করে যাবে এবং শিক্ষার্থীদের দেশপ্রেমের হৃদয় এবং দেশগঠনের সচেতনতা’ গঠন করবে। শিক্ষার্থীদের বহু দিক থেকে দেশের সর্বশেষ উন্নয়ন ও অগ্রগতির অভিজ্ঞতা গ্রহণে সাহায্য করবে।

 

লি চিয়া ছাও বলেন, ‘তরুণরা শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে। তরুণরা হংকংয়ের আগামী ভবিষ্যত। শিক্ষার্থীদের দেশ ও গৃহের প্রতি গভীর অনুভূতি রোপণ, উদ্ভাবন অব্যাহতভাবে অন্বেষণ করবে এবং স্বপ্ন বাস্তবায়নে অবিচল থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

(রুবি/তৌহিদ/প্রেমা)