রেনআই রিফ নিয়ে চীনের মন্তব্য
2024-07-22 11:54:09

জুলাই ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রেনআই রিফ পরিস্থিতি নিয়ে ফিলিপিন্সের সঙ্গে অস্থায়ী ব্যবস্থায় পৌঁছানোর বিষয়ে মন্তব্য করেছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, রেনআই রিফ চীনের নানশা দ্বীপপুঞ্জের একটি অংশ। রেনআই রিফ-সহ নানশা দ্বীপপুঞ্জ এবং আশপাশে সমুদ্রের সার্বভৌমত্ব চীনের। বর্তমান রেনআই রিফ পরিস্থিতি ব্যবস্থায় চীনের তিনটি মৌলিক অবস্থান আছে।

প্রথমত, দীর্ঘকাল ধরে চলমান রেনাই রিফে ফিলিপিন্সের যুদ্ধজাহাজ রাখা হয়, যা চীনের সার্বভৌমত্ব এবং ‘দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণ ঘোষণাপত্র’ বিশেষ করে পঞ্চম অনুচ্ছেদে জনবসতিহীন দ্বীপে বসবাসের নিয়ম লঙ্ঘন করে। চীন ফিলিপিন্সের যুদ্ধজাহাজটি সরিয়ে নেওয়ার এবং রেনআই রিফের মূল অবস্থা পুনরুদ্ধারের দাবি জানায়।

 

দ্বিতীয়ত, যুদ্ধজাহাজটি টেনে নিয়ে যাওয়ার আগে, সেখানে থাকা কর্মীদের জীবনযাত্রার প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানোর প্রয়োজন হলে, চীনকে আগে থেকে জানিয়ে এবং সাইটে পর্যবেক্ষণের পর ফিলিপিন্স পুনঃসরবরাহ করতে চীন মানবিক অনুমোদন দিতে ইচ্ছুক। তবে পুরো প্রক্রিয়া যাচাই করা হবে।

 

তৃতীয়ত, ফিলিপিন্স যুদ্ধজাহাজে প্রচুর পরিমাণে নির্মাণসামগ্রী পাঠিয়ে স্থায়ী ফাঁড়ি নির্মাণ বা নির্দিষ্ট সুবিধা নেওয়ার চেষ্টা করলে, চীন তা একেবারেই গ্রহণ করবে না এবং দৃঢ়ভাবে বাধা দেবে।

 

(প্রেমা/তৌহিদ/ছাই)