বাইডেনের সিদ্ধান্তের প্রশংসা করলেন জাপানি প্রধানমন্ত্রী
2024-07-22 18:25:50


জুলাই ২২: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহারের যে-সিদ্ধান্ত জো বাইডেন নিয়েছেন, তা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে ভালো হয়েছে। আজ (সোমবার) জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ মন্তব্য করেন।

জাপানের ‘ডেইলি নিউজ’ পত্রিকার রিপোর্ট অনুসারে, টোকিও যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিস্থিতির ওপর গভীর দৃষ্টি রাখছে বলেও জানান কিশিদা।

কিশিদা বলেন, যেহেতু ‘জাপান-মার্কিন জোট’ জাপানের কূটনীতি ও সুরক্ষার মূল অক্ষ, সেহেতু জাপান যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিস্থিতির বিকাশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাবে।  

উল্লেখ্য, স্থানীয় সময় গতকাল (রোববার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ২০২৪ সালের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে সমর্থনের কথাও বলেছেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)