অলিম্পিকের জন্য প্রস্তুত প্যারিস: থমাস বাখ
2024-07-21 17:30:48


জুলাই ২১: আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-র প্রেসিডেন্ট থমাস বাখ বলেছেন, আসন্ন অলিম্পিকের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিস সম্পূর্ণ প্রস্তুত। তিনি গতকাল (শনিবার) আইওসি’র নির্বাহী কমিটির সভায়, প্যারিস অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির রিপোর্ট শোনার পর, এ মন্তব্য করেন।

সভায় প্যারিস অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি জানায়, গেমসের উদ্বোধনের আর ছয় দিন বাকি আছে। এরই মধ্যে অলিম্পিকে অংশগ্রহণকারী অর্ধেক দেশের ক্রীড়াবিদ ও কর্মকর্তারা প্যারিসে পৌঁছেছেন। দুই সহস্রাধিক ক্রীড়াবিদ ইতোমধ্যে অলিম্পিক গ্রামে অবস্থান করছেন এবং ১৭টি ইভেন্টে প্রশিক্ষণ নিচ্ছেন। অলিম্পিকের প্রথম প্রতিযোগিতা, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের দু’দিন আগে, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ৮৮ লক্ষাধিক টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়েছে এবং ৬৫০০ জনেরও বেশি সাংবাদিক ও সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী প্যারিসে পৌঁছেছেন।

এবারের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান সিন নদীতে অনুষ্ঠিত হবে। প্যারিস অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির পরিকল্পনা অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান সূর্যাস্তের পরে আয়োজন করা হবে। এবারই প্রথম কোনো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান স্টেডিয়ামের বাইরে আয়োজন করা হচ্ছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)