ওয়াশিংটনে ষষ্ঠ চীন-মার্কিন ‘সিস্টার সিটি’ সম্মেলন
2024-07-20 17:15:26

জুলাই ২০: ষষ্ঠ চীন-মার্কিন ‘সিস্টার সিটি’ সম্মেলন গতকাল (শুক্রবার) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের টাকোমা শহরে আয়োজিত হয়। চীন ও যুক্তরাষ্ট্রের প্রায় ৩০০ প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

চীনের গণ বৈদেশিক বন্ধুত্বপূর্ণ সমিতির চেয়ারম্যান ইয়াং ওয়ান মিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘সিস্টার সিটি’ ব্যবস্থা দু’দেশের জনগণের পরস্পরকে বোঝার ও বন্ধুত্ব গাঢ় করার ইতিবাচক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এটি হলো দু’দেশের যোগাযোগ ও সহযোগিতা জোরদার এবং অভিন্ন কল্যাণের সহযোগিতা উন্নয়নের গুরুত্বপূর্ণ জানালা।

টাকোমা শহরের মেয়র ভিক্টোরিয়া উডার্ডস বলেন, ‘সিস্টার সিটি’ ব্যবস্থা জাতীয় সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব ও সহযোগিতার সেতু নির্মাণ করেছে। দু’দেশকে যৌথভাবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে ও সুযোগ কাজে লাগাতে হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)