চীনের বাণিজ্যনীতি-সংশ্লিষ্ট ডব্লিউটিও পর্যালোচনা শেষ
2024-07-20 16:59:19


জুলাই ২০: বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) নবম বারের মতো চীনের বাণিজ্যনীতি পর্যালোচনা করেছে। গতকাল (শুক্রবার) সুইজারল্যান্ডের জেনিভায় তা শেষ হয়।

পর্যালোচনা চলাকালে, ডব্লিউটিও’র সদস্যদেশগুলো চীনের বাণিজ্যনীতির চুলচেরা বিশ্লেষণ করে। চীনও এ সময় সংশ্লিষ্ট মিথ্যা অভিযোগ সফলভাবে খণ্ডন করে।

পর্যালোচনা চলাকালে চীনের পক্ষ থেকে বলা হয়, ডব্লিউটিও-র সদস্যদের বিশ্বাস করার কারণ রয়েছে যে,  ভবিষ্যতে চীন সংস্কার আরও গভীর করবে, উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে, এবং উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে, যা বিশ্বে জন্য নতুন ও বৃহত্তর সুযোগ বয়ে আনবে।

পর্যালোচনায় চীনা প্রতিনিধিরা চীনের শিল্পনীতি, ভর্তুকি, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, মেধাস্বত্ব সুরক্ষা, সাইবার সুরক্ষা ও উপাত্ত প্রবাহ, সরকারি সংগ্রহ, একীভূত জাতীয় বাজার নির্মাণ, রফতানি নিয়ন্ত্রণ, মানদণ্ড নির্ধারণ, পরীক্ষামূলক ব্যবস্থা, এবং স্বচ্ছতাসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন এবং চীনের অবস্থান ব্যাখ্যা করেন।

পর্যালোচনায় কয়েকটি সদস্যদেশ চীনের বিরুদ্ধে ‘অতিরিক্ত ক্ষমতা’ এবং ‘অর্থনৈতিক জবরদস্তি’-র অভিযোগ আনে। চীন দৃঢ়ভাবে এ মিথ্যা অভিযোগ খণ্ডন করে। চীন জোর দিয়ে বলেছে যে, চীনের ভর্তুকিনীতি ডব্লিউটিও’র নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সাফল্য বাজারের প্রতিযোগিতার সাথে জড়িত, সরকারি ভর্তুকির সাথে নয়।

এবারের পর্যালোচনায় মোট ৭১টি ডব্লিউটিও সদস্যরাষ্ট্র মন্তব্য করেছে। সার্বিকভাবে সদস্যরা সংস্কার ও উন্মুক্তকরণের ক্ষেত্রে চীনের দুর্দান্ত সাফল্য এবং ডব্লিউটিও-র কাজে রাখা অসামান্য অবদানের জন্য বেইজিংয়ের প্রশংসা করেছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)