আন্তর্জাতিক সমাজের উচিত এসসিও-কে আমলে নেওয়া: চীন
2024-07-20 17:27:53

জুলাই ২০: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফুছুং গতকাল (শুক্রবার) বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-কে আমলে নেওয়া ও এর সদস্যরাষ্ট্রগুলোর মতামতকে গ্রাহ্য করা।  তিনি এ দিন জাতিসংঘে শাংহাই সহযোগিতা সংস্থাসংশ্লিষ্ট এক সভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত, সাম্যভিত্তিক ও সুশৃঙ্খল বহুমেরুর বিশ্ব গড়ে তোলা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে সামনে এগিয়ে নেওয়া। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করে যাওয়াও অপরিহার্য।

তিনি আরও বলেন, নতুন বৈশ্বিক পরিস্থিতিতে এবার এসসিও-র আস্তানা শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গৃহীত ‘আস্তানা ঘোষণা’ থেকে এটা স্পষ্ট যে, এসসিও-র সদস্যদেশগুলো যৌথভাবে ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং নিরাপদ উন্নয়নের জন্য কাজ করে যেতে ইচ্ছুক।  

(অনুপমা/আলিম/ছাই)