যুক্তরাষ্ট্রের উচিত প্রতারণামূলক আচরণ বন্ধ করা: চীন
2024-07-20 16:58:42


জুলাই ২০: যুক্তরাষ্ট্রের উচিত প্রতারণামূলক আচরণ থেকে বিরত থাকা; নিজের এ সংক্রান্ত ভুল সংশোধন করা; মিথ্যাচারের মাধ্যমে বিশ্বকে ধোকা দেওয়ার প্রবণতা থেকে সরে আসা; এবং অন্যান্য দেশের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও  ঘৃণা ছড়ানো বন্ধ করা। পাশাপাশি, ওয়াশিংটনের উচিত ‘প্রতারণা’-কে কৌশল হিসেবে ব্যবহার করে উন্নয়নশীল দেশগুলোর ক্ষতির দায় বহন করা। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র  লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ সব কথা বলেন।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের ‘সামরিক’ ওয়েবসাইট অনুসারে, মার্কিন মেরিন কর্পস সম্প্রতি ‘প্রতারণা’ শীর্ষক এক নির্দেশনা জারি করেছে। এর মূল বিষয় হল, প্রতারণার মাধ্যমে শত্রুদের মোকাবিলা করা এবং মিথ্যা গোয়েন্দাতথ্য সৃষ্টি করা।

চীনা মুখপাত্র আরও বলেন, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রকাশ্যেই স্বীকার করেছেন যে, যুক্তরাষ্ট্র মিথ্যা বলে, প্রতারণা করে, তথ্য-উপাত্ত চুরি করে। কোভিড-১৯ মহামারীর সময়ও জেনেবুঝে চীনা ভ্যাকসিনের বিরুদ্ধে মিথ্যা ও ঘৃণা ছড়িয়েছে পেন্টাগন। এ প্রেক্ষাপটে, আন্তর্জাতিক সমাজকে সতর্ক থাকতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)