সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন: ৩০০টিরও বেশি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব অনুমোদন
2024-07-19 14:30:55

জুলাই ১৯: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটি, পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের কার্যক্রম ও গৃহীত সংস্কার প্রস্তাব ব্যাখ্যা করতে আজ (শুক্রবার) বেইজিংয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন “আরো ব্যাপকভাবে গভীরতর সংস্কার এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণের প্রচারের বিষয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত” পর্যালোচনা ও অনুমোদন করেছে (এটিকে সংক্ষেপে ‘সিদ্ধান্ত’ বলে)।

 

সংবাদ সম্মেলনে চীনের কেন্দ্রীয় গবেষণা অফিসের উপ-পরিচালক থাং ফাং ইয়ু বলেন, ‘সিদ্ধান্ত’টিতে মোট ১৫টি অংশ এবং ৬০টি ধারা রয়েছে। এটি তিনটি প্রধান বিভাগে বিভক্ত।

প্রথম বিভাগটি হল সাধারণ ভূমিকা, যা প্রধানত আরও ব্যাপকভাবে গভীরতর সংস্কার এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণের প্রচারের তাত্পর্য এবং সামগ্রিক প্রয়োজনীয়তা বিশদভাবে বর্ণনা করে।

দ্বিতীয় অংশটি হল বিশ্লেষণ, যা অর্থনৈতিক ব্যবস্থার সংস্কারকে নির্দেশিকা হিসাবে গ্রহণ করে এবং সমস্ত ক্ষেত্র এবং দিকে ব্যাপকভাবে সংস্কার চালু করে।

তৃতীয় অংশ প্রধানত সংস্কারের বিষয়ে দলের নেতৃত্বকে শক্তিশালী করা এবং পার্টি গঠন ব্যবস্থার সংস্কারকে আরও গভীর করার কথা বলা হয়েছে।

‘সিদ্ধান্ত’ মোট ৩০০টিরও বেশি গুরুত্বপূর্ণ সংস্কার পদক্ষেপের প্রস্তাব করেছে, যার সবগুলো প্রাতিষ্ঠানিক, প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক স্তরের সাথে জড়িত। সেগুলোর মধ্যে কিছু অতীতের সংস্কার ব্যবস্থার উন্নতি এবং কিছু বাস্তবিক প্রয়োজন এবং পাইলট প্রকল্পের উপর ভিত্তি করে নতুন সংস্কার ব্যবস্থা।

(রুবি/হাশিম/প্রেমা)