‘তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের সিদ্ধান্তে’ আরও সার্বিক ও গভীরতর সংস্কারের সামগ্রিক লক্ষ্যকে স্পষ্ট করা হয়েছে
2024-07-19 12:17:14

জুলাই ১৯: চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনার পরিচয় দেওয়ার জন্য আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। চীনের কেন্দ্রীয় সরকারের সংস্কার কার্যালয়ের উপ-পরিচালক মু হং জানান, পূর্ণাঙ্গ অধিবেশনের পর্যালোচনা করে অনুমোদিত ‘সিদ্ধান্তে’ চীনের আরও সার্বিক ও গভীরতর সংস্কারের সামগ্রিক লক্ষ্যকে স্পষ্ট করা হয়েছে, তা হচ্ছে চীনা-শৈলীর সমাজতান্ত্রিক ব্যবস্থার উন্নতি ও বিকাশ অব্যাহত রাখা এবং জাতীয় শাসন ব্যবস্থা ও শাসন ক্ষমতার আধুনিকীকরণকে উন্নীত করা।

২০৩৫ সালের মধ্যে, একটি উচ্চ-স্তরের সমাজতান্ত্রিক বাজার অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে, চীনা-শৈলির সমাজতান্ত্রিক ব্যবস্থা আরও উন্নত করা হবে, জাতীয় শাসন ব্যবস্থা ও শাসন ক্ষমতা মৌলিক আধুনিকীকরণ করা হবে, সমাজতান্ত্রিক আধুনিকীকরণ মৌলিকভাবে বাস্তবায়িত হবে এবং একবিংশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ সার্বিকভাবে সমাজতন্ত্রিক আধুনিক ও শক্তিশালী দেশের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করা হবে। এই সামগ্রিক লক্ষ্যটি সংস্কারকে আরও সার্বিক ও গভীর করার জন্য লক্ষ্যের অভিযোজনকে স্পষ্ট করে। (স্বর্ণা/হাশিম/লিলি)