‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ সমর্থন না-দিতে জাপানকে চীনের তাগিদ
2024-07-19 20:30:15


জুলাই ১৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদেরকে’ যে কোনো ধরনের সমর্থন না-দিতে জাপানকে তাগিদ দেয় চীন। 


চীনা মুখপাত্র বলেন, জাপান ও তাইওয়ানের যৌথ সামুদ্রিক প্রশিক্ষণ চালানোর ব্যাপারে চীন অনেক অসন্তুষ্ট ও তীব্র প্রতিবাদ জানায়। জাপান আগে তাইওয়ান সমস্যা নিয়ে চীনকে প্রতিশ্রুতি দিয়েছিল। তার মধ্যে রয়েছে ‘দুটি চীন’ ও ‘এক চীন, এক তাইওয়ান’ বিষয়ক কার্যক্রম চালাবে না এবং ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ সমর্থন দেবে না। এসব নীতি ও অবস্থান জাপানকে রক্ষা করতে হবে। 


তিনি জানান, জাপানের উচিত একচীন-নীতি ও চীন-জাপান ৪টি রাজনৈতিক দলিলের চেতনা অনুসরণ করা, দ্রুত ভুল সংশোধন করা, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদেরকে’ যে কোনো পদ্ধতিতে সমর্থন না-দেওয়া, পূর্ব চীন সাগর ও দক্ষিণ চীন সাগর বিষয়ে সতর্কতার সঙ্গে আচরণ করা এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা এবং চীন-জাপান সম্পর্কে সমস্যা সৃষ্টি না-করা। 

 (আকাশ/তৌহিদ/ফেইফেই)