দেশের নির্দলীয় বিশিষ্ট ব্যক্তিদের সংস্কারের মতামত জানতে সিপিসি’র বিশেষ অধিবেশন আয়োজিত
2024-07-19 15:26:59

জুলাই ১৯: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি গত ২০ মে বেইজিংয়ে নির্দলীয় বিশিষ্ট ব্যক্তিদের জন্য এক আলোচনাসভা আয়োজন করেছে। এতে সিপিসি কেন্দ্রীয় কমিটির আরো সার্বিকভাবে সংস্কার গভীরতর করা, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন গণতান্ত্রিক দল, দেশের শিল্প-বাণিজ্য সংস্থার প্রধান এবং নির্দলীয় বিশিষ্ট ব্যক্তিদের মতামত ও প্রস্তাব শোনা হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আলোচনার সভার সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

সি চিন পিং বলেন, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে আরো সার্বিকভাবে সংস্কার গভীরতর করা, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন জোরদার করার বিষয়ে গবেষণা করা হয়। এই সিদ্ধান্ত নতুন যাত্রায় সিপিসি ও দেশের নতুন পরিস্থিতি ও নতুন কর্তব্য অনুযায়ী নেয়া হয়েছে।

সি চিন পিং বলেন, সংস্কার গভীরতর করার ক্ষেত্রে সরাসরি সমস্যার মুখে পড়তে হয়। উন্নয়নের চাহিদাকে কেন্দ্র করে জন-আকাঙ্ক্ষা পূরণে উচ্চ মানের উন্নয়নকে বাধাগ্রস্ত করার বিভিন্ন সমস্যা সমাধান করতে হয়, বিভিন্ন খাতের ঝুঁকিপূর্ণ সমস্যাও সমাধান করতে হয়।

সি চিন পিং বলেন, আরো সার্বিকভাবে সংস্কার গভীরতর করতে ঐকমত্য বাড়াতে হয়। সিপিসি এবং সব চীনাদের ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হয়। জনগণকে কেন্দ্র করে কাজ করতে হয়। জনগণের জরুরি প্রয়োজন এবং উদ্বেগ থেকে সংস্কারের মূল বিষয় চিহ্নিত করার উপর ফোকাস করতে হয়।  জনগণের লাভ ও স্বীকৃতির বোধ উন্নত করতে হয়। গণতন্ত্রের প্রচার এবং বুদ্ধিমত্তা মেনে চলতে হয় এবং সংস্কারের সিদ্ধান্ত গ্রহণের বৈজ্ঞানিক প্রকৃতি ও সংস্কার বাস্তবায়নের ক্ষমতা বাড়াতে হয়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)