শিক্ষার সংস্কারে ন্যায়পরায়ণতাকে গুরুত্ব দেওয়া হবে: চীনের শিক্ষামন্ত্রী
2024-07-19 20:28:56


জুলাই ১৯: চীনের শিক্ষামন্ত্রী হুয়াই চিন ফেং আজ (শুক্রবার) চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, দেশের নানা খাতের শিক্ষায় উচ্চ মানের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে এবং ন্যায়পরায়ণতাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি শিক্ষা সংস্কারের নানা খাতে অন্তর্ভুক্ত করা হবে।


সিপিসি’র অষ্টাদশ কংগ্রেসের পর চীনের ২৮৫৯টি কাউন্টিতে বাধ্যতামূলক শিক্ষা ভারসাম্যপূর্ণভাবে উন্নত করা হচ্ছে। চীনের স্কুল-পূর্ব শিক্ষা ও বাধ্যতামূলক শিক্ষা ইতোমধ্যে বিশ্বের উচ্চ আয়ের দেশগুলোর গড় মানে পৌঁছেছে।

(আকাশ/তৌহিদ/ফেইফেই)