সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে ‘আইন তৈরি’ ও ‘আইন সংশোধনের’ মিশন উত্থাপিত হয়েছে: সেন ছুন ইয়াও
2024-07-19 20:23:51


জুলাই ১৯: আজ (শুক্রবার) চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে, এনপিসি স্থায়ী কমিটির লেজিসলেটিভ অ্যাফেয়ার্স কমিশনের পরিচালক সেন ছুন ইয়াও জানান, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে ‘সংস্কার সার্বিকভাবে গভীরতর করা এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন আরও এগিয়ে নিতে সিপিসি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত’ মূল্যায়ন করা হয় ও গৃহীত হয়। সিদ্ধান্তটিতে বেসরকারি অর্থনীতি উন্নয়ন আইন, আর্থিক আইন, জাতিগত একতা এগিয়ে নেওয়া-বিষয়ক আইনসহ একাধিক গুরুত্বপূর্ণ আইন তৈরি ও আইন সংশোধনের মিশন উত্থাপিত হয়েছে।


তিনি জানান, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়া থেকে দেখা যায়, আইনের শাসন বাস্তবায়নে সংস্কার এগিয়ে নেওয়ার শক্তি দরকার; সেই সঙ্গে, সংস্কার গভীরতর করতে অবশ্যই আইনের শাসন নিশ্চিত করা দরকার। নতুন যাত্রায়, সংস্কার আরও সার্বিকভাবে গভীরতর করা এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এগিয়ে নে‌ওয়ার সঙ্গে ‘আইনের ভিত্তিতে দেশ পরিচালনার উন্নয়ন’  সুষ্ঠুভাবে সংযুক্ত করতে হবে। পাশাপাশি, আইনের শাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা সুষ্ঠুভাবে পালন করতে হবে।

 (আকাশ/তৌহিদ/ফেইফেই)