কৃষি অভিবাসী জনসংখ্যার নগরায়ন জোরদার করবে চীন
2024-07-19 15:29:02

জুলাই ১৯: আজ (শুক্রবার) চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র কেন্দ্রীয় কমিটির এক সংবাদ সম্মেলনে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির কৃষিকাজ বিষয়ক কর্মগ্রুপের মহাপরিচালক হান ওয়েন সিউ চীনের কৃষিকাজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

তিনি বলেন, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে গৃহীত প্রস্তাবে বলা হয় যে, চীন স্থায়ী বসবাসের জায়গায় পারিবারিক নিবন্ধনের ভিত্তিতে মৌলিক জনসেবা প্রদানের জন্য একটি ব্যবস্থা বাস্তবায়ন করবে। কৃষি অভিবাসী জনসংখ্যার নগরায়ন জোরদার করবে। "প্রস্তাবে" গ্রামীণ জনসংখ্যাকে দারিদ্র্যের দিকে প্রত্যাবর্তন রোধ করার ব্যবস্থা জোরদার করা, গ্রামীণ নিম্ন-আয়ের জনসংখ্যা এবং অনুন্নত অঞ্চলগুলোর জন্য শ্রেণীবদ্ধ সহায়তা ব্যবস্থা প্রতিষ্ঠা করার কথা বলা হয়। এ ছাড়া, একটি আন্তঃপ্রাদেশিক শস্য উৎপাদন ও বিপণন এলাকার ক্ষতিপূরণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, গ্রামীণ পুনরুজ্জীবন বিনিয়োগ প্রক্রিয়া উন্নত করা, গ্রামীণ এলাকায় নতুন শিল্প গড়ে তোলা এবং নতুন বিন্যাসে চাষের কথা উল্লেখ করা হয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)