সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অধ্যয়ন-সভা করেছে সিপিপিসিসি
2024-07-19 21:52:24

জুলাই ১৯: চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন সিপিপিসিসি’র পার্টি গ্রুপ আজ (শুক্রবার) সিপিসি কেন্দ্রীয় কমিটির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা জানা, অধ্যয়ন এবং বাস্তবায়নের জন্য একটি সভা আয়োজন করেছে।

সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের চেতনা জানানো ও অধ্যয়ন করা হয়েছে সভায়। পূর্ণাঙ্গ অধিবেশনে গুরুত্বপূর্ণ বক্তৃতা এবং সিপিপিসিসি’র বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে নির্দিষ্ট ব্যবস্থা অধ্যয়ন, স্থাপন ও বাস্তবায়নের বিষয় উল্লেখ করা হয়েছে সভায়। সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ওয়াং হুনিং সভার সভাপতিত্ব করেছেন।

 

সভায় বলা হয় যে, চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন একটি শক্তিশালী দেশ নির্মাণের ব্যাপক প্রচার এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণের সাথে জাতীয় পুনর্জাগরণের মহান কাজ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ সময় অনুষ্ঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। পূর্ণাঙ্গ অধিবেশনে গৃহীত ‘আরো ব্যাপকভাবে গভীরকরণের সংস্কার এবং চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ প্রচারের বিষয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত’ সিপিসির ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ দলিল।

(শুয়েই/তৌহিদ)