জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করবে চীন
2024-07-19 17:28:51

জুলাই ১৯: চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী মা চাও সুই জাপান ও দক্ষিণ কোরিয়ায় দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী মা চাও সুই ২১ থেকে ২৫ জুলাই পর্যন্ত জাপানের টোকিও ও দক্ষিণ কোরিয়ার সিউলে যাবেন। তিনি ১৬তম চীন-জাপান কৌশলগত সংলাপ ও দশম চীন-দক্ষিণ কোরিয়া পররাষ্ট্র বিভাগের উচ্চপদস্থ কৌশলগত সংলাপে অংশ নেবেন। বিস্তারিত বিষয়ে সংশ্লিষ্ট পক্ষ আলোচনা করবে।

আলোচনায় দু’পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়ে গভীরভাবে মতবিনিময় করবে। চীন আশা করে, সংলাপের মাধ্যমে সহযোগিতা জোরদার হবে এবং চীন-জাপান ও চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)