বছরের প্রথমার্ধে সিনচিয়াংয়ের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ২ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে
2024-07-18 23:12:51


জুলাই ১৮: উরুমচি শুল্ক বিভাগের পরিসংখ্যান অনুসারে, এ বছরের প্রথমার্ধে চীনের সিনচিয়াংয়ের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ২.২ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৮.৪ শতাংশ বেশি। 


এ বছরের প্রথমার্ধে সিনচিয়াং বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক আদানপ্রদান বজায় রেখেছে। এর মধ্যে শীর্ষ ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাজাখস্তান ও কিরগিজস্তান। সিনচিয়াংয়ের সঙ্গে দেশগুলোর আমদানি ও রপ্তানির খাত আগের চেয়ে যথাক্রমে ৪৫.৮ শতাংশ ও ৮.৭ শতাংশ বেড়েছে। 


বছরের প্রথমার্ধে সিনচিয়াংয়ের বন্দরগুলোর মাধ্যমে পণ্য পরিবহনের পরিমাণ ৩.৯৩ কোটি টন; যা ১১.৯ শতাংশ বেড়েছে। 


পাশাপাশি, মুক্ত বাণিজ্য পাইলট জোন ও সার্বিক বন্ডেড জোন সিনচিয়াংয়ের আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)