ডব্লিউটিও সদস্যরা চীনের উন্নয়নের প্রশংসা করে
2024-07-18 17:42:55

জুলাই ১৮: গতকাল (বুধবার) বিশ্ব বাণিজ্য সংস্থা চীনের বাণিজ্য নীতির নবম পর্যালোচনার প্রথম দিনের বৈঠকে, ডব্লিউটিও সদস্যদের প্রতিনিধিরা উত্সাহের সঙ্গে কথা বলেছেন। তাঁরা চীনের উন্নয়নের উচ্চ প্রশংসা করেছেন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা বজায় রাখার জন্য চীনের ইতিবাচক অবদানের ইতিবাচক মূল্যায়ন করেছেন। তারা অভ্যন্তরীণ সংস্কারকে আরও গভীর করতে এবং উন্মুক্তকরণকে আরও প্রসারিত করার জন্য চীনের নীতিগত পদক্ষেপের পাশাপাশি বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থার জন্য চীনের দৃঢ় সমর্থনেরও প্রশংসা করেন। 

সদস্যরা উল্লেখ করেন যে, চীনের অর্থনীতি একাধিক বাহ্যিক চ্যালেঞ্জের মুখে শক্তিশালী স্থিতিস্থাপকতা দেখিয়েছে, ২০২৩ সালে ৫.২ শতাংশ বৃদ্ধি হয়েছে এবং মহামারীর পরে বিশ্বব্যাপী অর্থনীতি পুনরুদ্ধারের জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। সদস্যরা বলেন যে, চীন ডব্লিউটিও’র একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল সদস্য এবং ডব্লিউটিওতে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করেছে।

অনেক সদস্য আশা করেন যে, চীন দৃঢ়ভাবে বহুপাক্ষিক অনুশীলন চালিয়ে যাবে, উন্নয়নের ইস্যুকে সমর্থন করবে এবং বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে নেতৃত্বের ভূমিকা পালন করবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)