সি চিন পিংয়ের তিনটি বই হংকং বইমেলায় প্রকাশিত
2024-07-18 10:55:57

জুলাই ১৮: ‘সি চিনপিং নির্বাচিত রচনা’র প্রথম ও দ্বিতীয় খণ্ড, এবং ‘চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন সম্পর্কে সি চিন পিংয়ের আলোচনার অংশবিশেষে’র ঐতিহ্যবাহী চীনা ভাষা সংস্করণ গতকাল (বুধবার) হংকং বইমেলার প্রথম দিনে প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে একটি প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘সি চিনপিং নির্বাচিত রচনা’ পুরোপুরিভাবে নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের বিষয়ে সি’র ধারণা প্রতিফলিত করে এবং তা শক্তিশালী দেশ নির্মাণ ও জাতীয় পুনরুত্থানে নির্দেশনা দেয়, দেশের ও জাতীয় উন্নয়ন এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে সিপিসি’র মিশন দেখায়। ‘চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন সম্পর্কে সি চিনপিংয়ের আলোচনার অংশবিশেষ’ সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে তত্ত্ব ও অনুশীলনে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের সৃজনশীল পথপরিক্রমার প্রতিফলন এবং সিপিসি জনগণকে নিয়ে সাফল্যের সঙ্গে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের নতুন পথ, মানবজাতির সভ্যতার নতুন রূপ সৃষ্টি করা এবং আধুনিকায়নের নতুন ছবি আঁকার বিষয়টি তুলে ধরে।

ঐতিহ্যবাহী চীনা ভাষা সংস্করণের প্রকাশ হংকং ও ম্যাকাওয়ের পাঠকদের সি’র নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের ধারণা উপলব্ধি করতে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ধারনার ব্যবস্থা ও অনুশীলন চাহিদা বুঝতে সাহায্য করবে। চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নের জন্য চীনের বিভিন্ন জাতির মানুষের সঙ্গে হংকং ও ম্যাকাওয়ের স্বদেশবাসীদের ঐক্য ও সংগ্রামের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।

(প্রেমা/হাশিম/রুবি)