‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ সবার জন্য
2024-07-18 18:43:58

জুলাই ১৮: আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ নির্মাণের সর্বশেষ অগ্রগতি অবহিত করেছেন।

তিনি বলেন, ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রথমবারের মতো ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপন করেছেন। ১০ বছরেরও বেশি সময় ধরে চীন সব পক্ষের সঙ্গে হাত মিলিয়েছে এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগকে একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, পারস্পরিক কল্যাণকর, জয়-জয় সহযোগিতা এবং জনপ্রিয় আন্তর্জাতিক গণ-পণ্য ও সহযোগিতার প্ল্যাটফর্মে উন্নত করেছে।

মুখপাত্র বলেন, চীন দেড় শতাধিক দেশ এবং ৩০টিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ‘এক অঞ্চল, এক পথ’ সহযোগিতা নথিতে স্বাক্ষর করেছে। গত বছর, চীন ও সহ-প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ১৯.৫ ট্রিলিয়ন ইউয়ান। বৃদ্ধি পেয়েছে ২.৮ শতাংশ। যা মোট আমদানি ও রপ্তানির ৪৬.৬ শতাংশ।

 

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)