‘সংস্কার সার্বিকভাবে গভীরতর করা এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন আরও এগিয়ে নিতে সিপিসি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত’ গৃহীত
2024-07-18 23:11:58


জুলাই ১৮: চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন ১৫ থেকে ১৮ জুলাই বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে ১৯৯জন সিপিসি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ১৬৫জন  সিপিসি কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত সদস্য অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এতে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। সম্মেলনে ‘সংস্কার সার্বিকভাবে গভীরতর করা এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন আরও এগিয়ে নিতে সিপিসি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত’ মূল্যায়ন করা হয় ও গৃহীত হয়।


সম্মেলনে সি চিন পিংয়ের কর্মরিপোর্ট শোনা হয় এবং আলোচনা করা হয়। সি চিন পিং ‘সংস্কার সার্বিকভাবে গভীরতর করা এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন আরও এগিয়ে নিতে সিপিসি কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত’ সম্মেলনের অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন করেন।


(আকাশ/তৌহিদ/ফেইফেই)