একযোগে চীন-লাতিন আমেরিকার অভিন্ন কল্যাণের সমাজ গঠন এগিয়ে নেবে চীন
2024-07-17 21:36:49


জুলাই ১৭: আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বেইজিংয়ে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, একযোগে চীন-লাতিন আমেরিকা অভিন্ন কল্যাণের সমাজ গঠন এগিয়ে নিতে চায় চীন। 


তিনি জানান, ১০ বছর আগে ২০১৪ সালের ১৭ জুলাই, প্রেসিডেন্ট সি চিন পিং ব্রাসিলিয়ায় প্রথমবার চীন- লাতিন আমেরিকা অভিন্ন কল্যাণের সমাজ গঠনের কথা বলেছিলেন। যা নতুন যুগে দু’পক্ষের সম্পর্ক উন্নয়নে দিক-নির্দেশনা দিয়েছে। এতে লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় দেশগুলো ব্যাপক ইতিবাচক সাড়া দিয়েছে। ১০ বছরে দু’পক্ষের যৌথ চেষ্টায়, চীন-লাতিন আমেরিকা অভিন্ন কল্যাণের সমাজ গঠন প্রক্রিয়ায় নতুন সাফল্য অর্জিত হয়েছে। 


মুখপাত্র জানান, চীন ও লাতিন আমেরিকা উন্নয়নশীল অঞ্চল ও ‘বিশ্বের দক্ষিণের’ বড় পরিবারের সদস্য। চীন অব্যাহতভাবে লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় দেশগুলোর সঙ্গে একতা ও সহযোগিতা জোরদার করবে। একদিকে, বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ, বিশ্বের সভ্যতা উদ্যোগ বাস্তবায়ন করবে; অন্যদিকে, ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতাকে এতদাঞ্চলীয় দেশের ‘উন্নয়ন কৌশলের’ সঙ্গে সংযুক্ত করবে। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)