যুক্তরাষ্ট্রকে মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেয় চীন
2024-07-17 18:07:45

জুলাই ১৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রকে মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেয় চীন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মিথ্যা আরোপ করেছে, চীনা কর্মকর্তাদের উপর নির্বিচারে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ করেছে এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মগুলি লঙ্ঘন করেছে। চীন এতে ভীষণ অসন্তুষ্ট এবং যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব জানিয়ে দিয়েছে। এসবের পাল্টা ব্যবস্থা হিসাবে আইন অনুযায়ী চীন মার্কিন কর্মকর্তাদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করবে। যারা চীন-সম্পর্কিত মানবাধিকার ইস্যুতে মিথ্যা কথা বলে, চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে এবং চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে- তারা এর আওতায় পড়বে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)