বছরের প্রথমার্ধশেষে চীনের জিডিপি সাড়ে ৬১ ট্রিলিয়ন ইউয়ান
2024-07-16 14:19:37

জুলাই ১৬: চলতি বছরের প্রথমার্ধশেষে চীনের জিডিপি দাঁড়ায় ৬১.৬৮৩৬ ট্রিলিয়ন ইউয়ানে, যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। পণ্য ও সেবার উত্পাদন ও চাহিদা বৃদ্ধি এবং নতুন নতুন চালিকাশক্তির প্রভাবে, চীনের অর্থনীতি পুনরুদ্ধারের শক্তিশালী প্রবণতা দেখাচ্ছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি ছিল যুক্তরাষ্ট্র, ইউরো অঞ্চল ও জাপানের তুলনায় বেশি। বছরের প্রথমার্ধে চীন বৈশ্বিক অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।

বছরের প্রথমার্ধে চীনে মোট খুচরা বিক্রয় ও অনলাইন খুচরা বিক্রয় ছিল গত বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ৩.৭ ও ৯.৮ শতাংশ বেশি। একই সময়কালে উচ্চ প্রযুক্তি শিল্পের মূল্য-সংযোজন গত বছরের একই সময়ের চেয়ে ২.৭ শতাংশ বেশি ছিল। উচ্চ প্রযুক্তি শিল্পে বিনিয়োগও গত বছরের একই সময়ের চেয়ে ৬.৭ শতাংশ বেড়েছে। সেবা দানকারী রোবট ও নতুন জ্বালানিচালিত গাড়ির মতো স্মার্ট সবুজ পণ্যের উত্পাদনের ক্ষেত্রেও দুই অংকের প্রবৃদ্ধি বজায় ছিল। বিশেষজ্ঞরা বলছেন, চীনের নীতিমালার স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বিদেশী প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করছে।

এমনি এক প্রেক্ষাপটে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ২০তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে শুরু হয়েছে। অধিবেশনে চলমান সংস্কারকাজ গভীরতর করা এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন প্রক্রিয়া বেগবান করার মতো বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। চীনা অর্থনীতি তথা বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যতের জন্য এ অধিবেশন অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করেন। (প্রেমা/আলিম/স্বর্ণা)