এ বছর চীন-ইউরোপ মালবাহী ট্রেন যাতায়াত করেছে ১০ হাজারের বেশি
2024-07-16 17:59:18

জুলাই ১৬: সম্প্রতি এ বছরের ১০ হাজারতম ‘চীন-ইউরোপ মালবাহী ট্রেনটি’ চীনের উহান শহর থেকে ছেড়ে গেছে। গত বছরের তুলনায় ১৯ দিন আগেই ১০ হাজারতম সংখ্যা পূরণ হলো। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এই ট্রেনটিকে একটি ‘স্টিল উট দল’ হিসেবে বর্ণনা করেন, যা পাহাড় ও সমুদ্র অতিক্রম করে এবং এটি উন্নয়নের সুযোগে পূর্ণ একটি ‘সোনার ট্রেন।’

মুখপাত্র আরো বলেন, ভবিষ্যতে চীন-ইউরোপ ট্রেন পারস্পরিক কল্যাণকর হবে, বিশ্বকে সংযুক্ত করবে, উচ্চ মান, উন্নত দক্ষতা ও অধিকতর নিরাপত্তার দিকে বিকশিত করবে। পাশাপাশি, বিশ্ব অর্থনীতির বিকাশ শক্তিশালী করবে এবং সমসাময়িক সিল্ক রোডের কিংবদন্তি রচনা করবে।

লিন চিয়ান আরো বলেন, দ্রুত, উচ্চ-মানের, নিরাপদ এবং স্থিতিশীল পরিবহনের সুবিধায় চীন-ইউরোপ মালবাহী ট্রেন ‘বেল্ট অ্যান্ড রোড’ ইনিশিয়েটিভের একটি আইকনিক ব্র্যান্ডে পরিণত হয়েছে। আজ, চীন-ইউরোপ মালবাহী ট্রেন ৫৩টি ক্যাটাগরিতে ৫০ হাজারেরও বেশি ধরণের পণ্য পরিবহন করছে এবং চীন-ইউরোপ মালবাহী ট্রেনের সংখ্যা প্রতি সপ্তাহে ১৭তে উন্নীত হয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)