বছরের প্রথমার্ধে চীনা অর্থনীতির উন্নয়ন সন্তোষজনক
2024-07-16 18:00:57

জুলাই ১৬: চলতি বছরের প্রথমার্ধে অস্থিতিশীল ও অনির্দিষ্ট বিশ্ব অর্থনীতিতে চীনা অর্থনীতি ‘স্ট্যাবিলাইজার’ এবং ‘পাওয়ার সোর্স’ হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীনা অর্থনীতির উন্নয়ন সন্তোষজনক। আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান এ-কথা বলেছেন।

তিনি জানান, চলতি বছরের প্রথমার্ধে, চীনা অর্থনীতির বিভিন্ন সামষ্টিক সূচক মোটামুটি স্থিতিশীলভাবে বাড়ছে। দেশের জিডিপি ৬০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

মুখপাত্র আরো বলেন, পরিমাণ ও গুণগতমান উভয় ক্ষেত্রেই স্থির অগ্রগতি এবং উন্নতির ‘প্রথম অর্ধেক’ পুরো বছরের জন্য প্রত্যাশিত উন্নয়নের লক্ষ্য অর্জনের শক্তিশালী ভিত্তি স্থাপন করেছে। চীনের অর্থনীতির একটি দৃঢ় ভিত্তি, শক্তিশালী স্থিতিস্থাপকতা, দুর্দান্ত সম্ভাবনা এবং পর্যাপ্ত গতি রয়েছে। চীনের অর্থনীতির ইতিবাচক দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রবণতা পরিবর্তন হয়নি এবং উচ্চ-মানের উন্নতির ধারাও অপরিবর্তিত রয়েছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)