যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বৈষম্যমূলক ভর্তুকি নীতি সংশোধন করার তাগিদ দেয় চীন
2024-07-16 18:28:15

জুলাই ১৬: মেশিনারি ও ইলেকট্রনিক পণ্যের আমদানি ও রপ্তানির জন্য চায়না চেম্বার অফ কমার্স আজ (মঙ্গলবার) বলেছে যে, যুক্তরাষ্ট্র ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইনের’ অধীনে নতুন শক্তির যানবাহনে ভর্তুকি ব্যবস্থা জারি করে বিশেষভাবে চীনা পণ্য এবং শিল্প চেইনকে লক্ষ্য করে বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছে।

মেশিনারি ও ইলেকট্রনিক পণ্যের আমদানি ও রপ্তানির জন্য চায়না চেম্বার অফ কমার্স মার্কিন ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইনের’ অধীনে নতুন জ্বালানির গাড়িতে ভর্তুকি ব্যবস্থা নিয়ে চীন সরকার বিশ্ব বাণিজ্য সংস্থাকে একটি বিশেষজ্ঞ গোষ্ঠী প্রতিষ্ঠা করার অনুরোধে দৃঢ়ভাবে সমর্থন জানিয়েছে। চীনের নতুন শক্তির গাড়ি শিল্প বৈধ উন্নয়নের অধিকার ও স্বার্থ রক্ষা করবে। ‘মুদ্রাস্ফীতি হ্রাস আইনের’ লক্ষ্য হল চীনের নতুন শক্তির যানবাহন শিল্পের উন্নয়ন দমন করা। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তার বৈষম্যমূলক ভর্তুকি নীতি সংশোধন করার তাগিদ দেয় চীন।

(জিনিয়া/তৌহিদ/ফেই)