চীন-রুশ নৌবাহিনীর চতুর্থ সামুদ্রিক টহল অনুষ্ঠিত
2024-07-15 18:48:45

জুলাই ১৫: বার্ষিক পরিকল্পনা এবং চীন-রুশ সমঝোতা অনুযায়ী, সম্প্রতি চীন ও রাশিয়ার নৌবাহিনীর চতুর্থ যৌথ সামুদ্রিক টহল পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরের প্রাসঙ্গিক জলসীমায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রোববার) দু’দেশের নৌবাহিনী দক্ষিণ চীন সাগরের একটি নির্দিষ্ট এলাকায় প্রবেশ করে। এই যৌথ নৌ-টহল তৃতীয় পক্ষকে টার্গেট করে নয় এবং বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।

২০২১ সাল থেকে চীন ও রাশিয়ার যৌথ সামুদ্রিক টহলের ধারাবাহিকতায় এবারের যৌথ টহল অনুষ্ঠিত হলো।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)