‘আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতায় অবিচল থাকতে হবে’-সি চিন পিং
2024-07-15 16:13:00

জুলাই ১৫: আগামীকাল (মঙ্গলবার) চীনের ছিউসি ম্যাগাজিনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রবন্ধ ‘আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতায় অবিচল থাকতে হবে’ প্রকাশিত হবে।

প্রবন্ধে জোর দিয়ে বলা হয়, চীনা জনগণ এবং চীনা জাতির গভীর যন্ত্রণা থেকে মহান পুনর্জাগরণের উজ্জ্বল সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার জন্য কোনো পাঠ্যপুস্তক ছিল না, কোনো প্রস্তুতকৃত পদ্ধতিও ছিল না। সিপিসি’র শতাব্দীর প্রাচীন সংগ্রামের সফল পথটি হল সিপিসি’র নেতৃত্বে চীনা জনগণের নিজের শক্তির ওপর নির্ভর করে অন্বেষণ করা পথ। এর মূল একটি বিষয় হল চীনের মৌলিক অবস্থা থেকে চীনা জনগণকেই নিজের সমস্যাগুলো সমাধান করা।

প্রবন্ধে বলা হয়েছে যে, শুধুমাত্র আত্মবিশ্বাসের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়া যায়। বর্তমান বিশ্বে, কোনো রাজনৈতিক দল, দেশ বা জাতি যদি আত্মবিশ্বাসী হতে পারে, তবে চীনের কমিউনিস্ট পার্টি, গণপ্রজাতন্ত্রী চীন এবং চীনা জাতির আত্মবিশ্বাসের সবচেয়ে বেশি কারণ রয়েছে। আমরা আমাদের নিজস্ব পথ অনুসরণ করি। আমাদের একটি বিস্তৃত মঞ্চ রয়েছে, অত্যন্ত গভীর ঐতিহ্য রয়েছে এবং এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প রয়েছে। চীনের বৈশিষ্ট্যময় আধুনিকীকরণ এগিয়ে নিতে আমাদের অবশ্যই স্বাধীনতা, স্বনির্ভরতা এবং আত্মনির্ভরশীলতা মেনে চলতে হবে, আমাদের নিজস্ব শক্তির ভিত্তিতে দেশ ও জাতির উন্নয়নের উপর জোর দিতে হবে এবং আমাদের দেশের ভাগ্য দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করতে হবে।

 

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)