তাইওয়ান ইস্যুতে সীমারেখা অতিক্রম না করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ
2024-07-15 16:50:38

জুলাই ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, তাইওয়ান ইস্যুতে সীমারেখা অতিক্রম না করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দেয় চীন। চীনের তাইওয়ান অঞ্চলে মার্কিন অস্ত্র বিক্রি এক-চীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইস্তাহার গুরুতরভাবে লঙ্ঘন করেছে, চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ করেছে এবং চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। চীন তাইওয়ানের কাছে সাম্প্রতিক মার্কিন অস্ত্র বিক্রির প্রধান ঠিকাদার এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত পাল্টা ব্যবস্থা নিয়েছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, তাইওয়ান ইস্যুটি চীনের স্বার্থের মূল বিষয় এবং চীন-মার্কিন সম্পর্কের প্রথম অনতিক্রম্য সীমারেখা। তাইওয়ান ইস্যুতে এ সীমারেখা মেনে চলার বিষয়ে সতর্ক করে চীন।

(জিনিয়া/তৌহিদ/ফেই)