সিচাং চীনের অংশ: চীনা মুখপাত্র
2024-07-13 18:31:53

জুলাই ১৩: আজ (শনিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সিচাং-চীন বিরোধের সমাধানের প্রচারের আইন’ স্বাক্ষরের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তর দেন।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তথাকথিত ‘সিচাং-চীন বিরোধের সমাধান প্রচারের আইন’ স্বাক্ষর করেছেন। এই বিলটি দালাই লামা গ্রুপের তথাকথিত ‘বৃহত্তর সিচাং’ ধারণাকে অতিরঞ্জিত করে। এ আইন মার্কিন সরকার এবং ‘সিচাং-বিষয়ক বিশেষ সমন্বয়কারীকে’ চীন সরকারের ‘সিচাং-সম্পর্কিত মিথ্যা তথ্য’ মোকাবেলা করার দাবি জানায়। বাইডেন এক বিবৃতিতে বলেছেন যে, এই বিলটি সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং চীনের অন্যান্য সিচাং অঞ্চলকে চীনের অংশ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী নীতির পরিবর্তন করে না।

এ সম্বন্ধে চীনা মুখপাত্র বলেন, তথাকথিত এই বিলটি মার্কিন সরকারের বরাবরের অবস্থান এবং প্রতিশ্রুতির লঙ্ঘন। যা চীনের অভ্যন্তরীণ ব্যাপারের হস্তক্ষেপ এবং চীনের স্বার্থের গুরুতর ক্ষতি করে। এই বিলটি স্বাধীন সিচাং প্রয়াসীদের ভুল ইঙ্গিত দেয়। চীন এর তীব্র বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব জানায়।

(শুয়েই/তৌহিদ/আকাশ)