ফিলিপিন্সের উচিত নিজের প্রতিশ্রুতি রক্ষা করা: মুখপাত্র
2024-07-13 21:29:23


জুলাই ১৩: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ফিলিপিন্সের উচিত নিজের প্রতিশ্রুতি রক্ষা করে অবৈধ ‘দক্ষিণ চীন সাগর বিষয়ক সালিশি মামলার রায়ের’ ব্যবহার বন্ধ করা। 


চীনা মুখপাত্র জানান, উল্লেখিত রায়টি অবৈধ ও অকার্যকর। এ রায় চীন মানে না এবং স্বীকারও করে না। দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্ব ও স্বার্থে- এ রায় কোনো প্রভাব ফেলতে পারবে না। 


চীনা মুখপাত্র বলেন, দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য, চীনের অবস্থান সবসময় একই রকম। যা ইতিহাসের বাস্তবতা ও আন্তর্জাতিক আইন সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। ফিলিপিন্সের সাথে সরাসরি ও বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট মতবিরোধ সমাধান করা চীনের নীতি। চীন আশা করে, ফিলিপিন্স নিজের কথা বজায় রেখে অবৈধ রায় ব্যবহার করা ও অপ-প্রচার কার্যক্রম বন্ধ করবে এবং দ্রুত দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মতভেদ সমাধানের সঠিক পথে ফিরে আসবে।  

(আকাশ/তৌহিদ/ফেইফেই)