যুক্তরাষ্ট্রে তথাকথিত "সিচাং-সম্পর্কিত বিল" পাস: চীনের প্রতিক্রিয়া
2024-07-13 17:58:17

জুলাই ১৩: যুক্তরাষ্ট্র সম্প্রতি তথাকথিত ‘সিচাং-সম্পর্কিত বিল’ পাস ও স্বাক্ষর করেছে। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় আজ (শনিবার) বিবৃতি দিয়েছে চীনের জাতীয় গণ-কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি।

বিবৃতিতে বলা হয়, সিচাং প্রাচীনকাল থেকেই চীনের পবিত্র ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। সিচাংয়ের বিষয়গুলি সম্পূর্ণরূপে চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এতে কোন বাহ্যিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

সিচাংয়ের জনগণের সুখী ও উন্নত জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য কারো বা কোনো শক্তির কোনো প্রচেষ্টা কখনোই সফল হবে না এবং সিচাংকে বিশৃঙ্খলা করে চীনকে দমন করার সব প্রচেষ্টা ব্যর্থ হবে।

বিবৃতিতে বলা হয় যে, যুক্তরাষ্ট্রকে সিচাংকে চীনের অংশ হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি মেনে চলা এবং ‘সিচাংয়ের স্বাধীনতায়’ সমর্থন না-করার তাগিদ দেয় চীন। যদি যুক্তরাষ্ট্র প্রাসঙ্গিক বিলগুলি পাস করে, তবে চীন তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার জন্য আইন অনুযায়ী দৃঢ় পদক্ষেপ নেবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)