২০২৪ সালের প্রথমার্ধে চীনের রেলওয়ের ২ বিলিয়ন যাত্রী পরিবহন
2024-07-12 19:11:58

জুলাই ১২: চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোং লিমিটেড আজ (শুক্রবার) জানিয়েছে যে, চলতি বছরের প্রথমার্ধে দেশের রেলওয়ে মোট ২.০৯৬ বিলিয়ন যাত্রী পরিবহন করেছে এবং এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮.৪ শতাংশ বেড়েছে। বর্তমানে চীনের রেলওয়ের মাধ্যমে যাত্রী পরিবহনের পরিমাণ এবং আয়সহ অন্যান্য সূচক বিশ্বে প্রথম স্থানে রয়েছে। বছরের প্রথমার্ধে স্বাভাবিক গতির যাত্রীবাহী ট্রেনের সংখ্যা প্রয়োজন মতো বজায় রাখার সঙ্গে সঙ্গে জনকল্যাণমূলক ‘ধীরগতির ট্রেন’ এবং গ্রামীণ পুনরুজ্জীবন ট্রেন চালানো হয়েছে এবং রেল পরিবহনের অন্তর্ভুক্তি, ভারসাম্য এবং পরিষেবাও নিশ্চিতও করা হয়।

(লিলি/হাশিম/স্বর্ণা)