এইচআইভি/এইডস এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে শক্তিশালী বৈশ্বিক সহযোগিতার পক্ষে চীনের ফার্স্টলেডি
2024-07-12 15:35:58

জুলাই ১২, সিএমজি বাংলা ডেস্ক:  বিশ্বজুড়ে এইচআইভি/এইডস এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে শক্তিশালী বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন চীনের ফার্স্টলেডি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যক্ষ্মা এবং এইচআইভি/এইডস-এর জন্য শুভেচ্ছা দূত ফেং লিইউয়ান।

বৃহস্পতিবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও এইচআইভি/এইডস (ইউএনএইডস) বিষয়ক যৌথ জাতিসংঘ প্রোগ্রামের নির্বাহী পরিচালক উইনি বায়নিমা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাসিসটেন্ট ডিরেক্টর জেনারেল জেরোম সালোমনের সঙ্গে সাক্ষাৎকালে এ অভিমত ব্যক্ত করেন।

ফেং বলেন, এইচআইভি/এইডস এবং যক্ষ্মা নির্মূল করা মানব স্বাস্থ্য ও কল্যাণের পাশাপাশি টেকসই বৈশ্বিক উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএনএইডস এবং ডব্লিউএইচও প্রাসঙ্গিক ক্ষেত্রে বেশ কয়েকটি সক্রিয় এবং ফলপ্রসূ প্রচেষ্টা সম্পন্ন করেছে বলেও উল্লেখ করেন তিনি। ।

ফেং তাদের এইচআইভি/এইডস এবং যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে চীনের অনুশীলন এবং অভিজ্ঞতা সম্পর্কে অবহিত করেন। তিনি একজন শুভেচ্ছা দূত হিসাবে তার দায়িত্ব পালন অব্যাহত রাখতে এবং এইচআইভি/এইডস এবং যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসার বৈশ্বিক প্রচেষ্টায় আরও অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি বলেন ,এটা বিশ্বাস করা হয় যে সকল পক্ষের যৌথ প্রচেষ্টায়, ইউএনএইডস এবং ডব্লিউএইচও  এর সঙ্গে চীনের সহযোগিতা বৃহত্তর ফলাফল বয়ে আনবে।

বায়ানিমা এবং সলোমন যক্ষ্মা এবং এইচআইভি/এইডসের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি স্বাস্থ্যসেবার উন্নয়নে চীনা সরকার এবং জনগণের ইতিবাচক সাফল্যের কথা উল্লেখ করেন। যক্ষ্মা এবং এইচআইভি/এইডস-এর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে ভূমিকা গ্রহণের পর থেকে ফেং এর অসামান্য অবদানের উচ্চ প্রশংসা করেন তারা।

শান্তা/ফয়সল