তরুণদের জন্য কর্মসংস্থান পরিষেবা কার্যক্রম শুরুর ঘোষণা চীনের
2024-07-12 20:32:00

জুলাই ১২: চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় আজ শুক্রবার একটি বার্তা জারি করে, ২০২৪ সালের কলেজ স্নাতকদের জন্য কর্মসংস্থান পরিষেবা প্রচার শুরু করার ঘোষণা দিয়েছে। যারা স্কুল ছেড়েছে কিন্তু চাকরি করেনি বা নিবন্ধিত বেকার যুবক, তাদের জন্য নীতি বাস্তবায়ন, নিয়োগের যোগাযোগ, অসুবিধায় সহায়তা, সক্ষমতা বৃদ্ধি এবং অধিকার সুরক্ষা প্রদান করা ইত্যাদি কর্মসংস্থান পরিষেবা প্রদান করা হবে।

মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের কর্মসংস্থান প্রচার বিভাগের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি বলেছেন যে, স্থানীয় মানবসম্পদ ও সামাজিক সুরক্ষা বিভাগগুলোকে বেকার স্নাতকদের মতো যুবকদের জন্য চাকরি অনুসন্ধান নির্দেশিকা ও সুবিধা প্রদান করা, কেন্দ্রীয়ভাবে কলেজে একটি চিঠি প্রকাশ করা, স্নাতক ও সরকারী কর্মসংস্থান প্রতিভা পরিষেবা সংস্থাগুলোর তালিকা প্রকাশ করা, কর্মসংস্থান ও উদ্যোক্তা পরিষেবাগুলোর তালিকা প্রকাশ করা, কর্মসংস্থান ও উদ্যোক্তা নীতি তালিকা প্রকাশ করা উচিত।

(স্বর্ণা/হাশিম/লিলি)