উচ্চ-মানে উপকূলীয় অঞ্চল রক্ষার মাধ্যমে উচ্চ-মানের উন্নয়ন নিশ্চিত করবে চীন
2024-07-12 17:21:09

জুলাই ১২: চীন উপকূলীয় অঞ্চলগুলো উন্নয়ন ও সংরক্ষণে সমান গুরুত্ব দেয়। উচ্চ-মানে উপকূলীয় অঞ্চল রক্ষার মধ্য দিয়ে উচ্চ-মানের উন্নয়ন নিশ্চিত করার পথে এগিয়ে যাচ্ছে দেশটি। গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ‘চীনের সামুদ্রিক পরিবেশগত সুরক্ষা’ শ্বেতপত্র প্রকাশ বিষয়ে সংবাদ সম্মেলনে চীনের প্রাকৃতিক সম্পদ উপমন্ত্রী ও জাতীয় সমুদ্র ব্যুরোর পরিচালক সুন শু সিয়ান এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় ভূমি ও স্থানিক পরিকল্পনা রূপরেখা (২০২১-২০৩৫)’-এর সমুদ্র সম্পর্কিত বিষয় অনুসারে চীন সামুদ্রিক পরিবেশগত সুরক্ষার রেডলাইন নিশ্চিত করেছে, সামুদ্রিক উন্নয়ন ও ব্যবহারের স্থানিক পরিকল্পনা করেছে এবং সমুদ্র-ব্যবহারের কার্যক্রমের বিতরণ সমন্বয় ও সুবিন্যস্ত করেছে।

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি উপকূলীয় পরিবেশগত সুরক্ষার ভালো ফলাফল অর্জন করেছে। পরিবেশ উপমন্ত্রী কুও ফাং বলেন, বর্তমান ১১টি উপকূলীয় প্রদেশ প্রাদেশিক সমুদ্র নির্মাণ পরিকল্পনা ও ১৩০টি নির্দিষ্ট উপসাগর বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন করেছে। উপকূলীয় জলের মানের অবনতি, পরিবেশগত অবক্ষয়, সামুদ্রিক সম্পদ হ্রাস ইত্যাদি সমস্যা সাধান করা হচ্ছে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)